ত্রিপুরা
img

পাম্প হাউসে আগুন !

বুধবার সকাল  গন্ডাছড়া মহকুমার অন্তর্গত দক্ষিণ গাছবাগানের জলসেচ ব্যবস্থার একটি পাম্প হাউসে হঠাৎ করে আগুনের ধোঁয়া দেখা যায়। পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা ধোঁয়া লক্ষ্য করে সঙ্গে সঙ্গে বিষয়টি গন্ডাছড়া মহকুমা অগ্নি নির্বাপক দপ্তরে জানান।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা এবং সময়োচিত পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সংযোগে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দমকল কর্মীরা আরও জানান, যদি ঘটনাটি জানাতে সামান্য বিলম্ব হতো, তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।