ত্রিপুরা
img

তামাক বিরোধী অভিযান

মঙ্গলবার  আগরতলা প্রেস ক্লাবে ভলেন্টারী হেল্থ এসোসিয়েশন অব ত্রিপুরা এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যৌথ উদ্যোগে এবং এন টি সি পির সহযোগিতা আয়োজিত এক তামাক বিরোধী আলোচনা চক্রে ড. সিং তাঁর দীর্ঘ আলোচনায় এই উদ্বেগ প্রকাশ করেন।আলোচনা চক্রে বক্তব্য রাখেন এন এইচ এম র জয়েন্ট এম ডি অরূপ দেব, ভ্যাট এর ড. সুজিত ঘোষ, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ওয়াকিং সভাপতি প্রনব সরকার, সভাপতি সাজ্জাদ আলী, কার্যকরী সভাপতি প্রণব সরকার ,সাধারণ সম্পাদক অলক ঘোষ, কার্যকরী সাধারণ সম্পাদক সন্তোষ গোপ প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন ভ্যাট এর প্রিয়তোষ পাল।আজকের তামাক বিরোধী এই গুরুত্বপূর্ণ আলোচনা চক্রে বক্তারা সবাই একবাক্যে স্বীকার করেন যে এই সিগারেট এবং তামাক সেবন প্রতিরোধ করা এখন দেশ এবং এই রাজ্যের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই মিলে প্রতিরোধে নামলে সিগারেট এবং তামাক বিরোধী আন্দোলন অবশ্যই সফল হবে বলে বক্তারা সবাই একবাক্যে স্বীকার করেন। আজকের এই আলোচনা চক্রে রাজ্যের বিরাট অংশের সাংবাদিক এবং চিত্র সাংবাদিকের উপস্থিতি এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত সিগারেট এবং তামাক বিরোধী জনমত গঠনের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে বলে উদ্যোক্তাদের দাবী।