
রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে। মঙ্গলবার বিদুরকর্তা চৌমুহনীতে রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার ফণীভূষণ দাসের স্মৃতিতে বহুকাঙ্ক্ষিত ডক্টর পিবি দাস মেমোরিয়াল হেল্থ কাউন্সিল ভবনের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন তিনি বলেন, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ৭ টি কাউন্সিলকে এক ছাদের নিচে নিয়ে আসার প্রচেষ্টা চলছিল। তাই আজ বিশ্ব চিকিৎসক দিবসের বিশেষ দিনে রাজধানীর বিদুরকর্তা চৌমুহনীতে রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডাঃ ফণীভূষণ দাসের স্মৃতিতে বহুকাঙ্ক্ষিত ডঃ পি. বি. দাস মেমোরিয়াল হেল্থ কাউন্সিল ভবনের শুভ দ্বারোদ্ঘাটন হয়েছে। তার কথায়, আগামী দিনে স্বাস্থ্যসেবায় সংযুক্ত কর্মীদের বিভিন্ন পরিষেবা পেতে এই ভবন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন, রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে। তবেই জাতীয় চিকিৎসক দিবস পালনের স্বার্থকতা পাওয়া যাবে। কারণ, রোগী এবং তাদের পরিজনরা উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়েই হাসপাতালে আসেন। এই অবস্থায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অত্যাধিক চাপ থাকা স্বত্তেও সংযত ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।