ত্রিপুরা
img

ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা

মঙ্গলবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তর, উদয়পুর পৌর পরিষদ এবং গোমতি জেলা পরিষদের সহযোগিতায় শুরু হয়েছে গোমতী জেলা ভিত্তিক দুই দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠান । প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য মনোজিৎ ধর, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রতিভা দে, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অজয় দে, নাট্য বিচারক পার্থ মজুমদার সহ আরো অনেকে। অনুষ্ঠানে উদ্বোধক জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, অভিনয় শিল্পের বিকাশ ও প্রসারে ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন নাটক শুধু একটি বিনোদন নয় এটি সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একটি অন্যতম মাধ্যম। এই প্রতিযোগিতা ঘিরে শিশু শিল্পীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে।  এই প্রতিযোগিতায় জেলার মোট ১৮টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। আগামীকাল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।