ত্রিপুরা
img

সলগই‌য়ে মৃত্যু এক যুবকের

আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার অন্তর্গত সলগই গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর লাইনে সোমবার রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা।  ভ‌্যা‌নের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল রাধেশ্যাম লোহার (৩০) নামে এক যুবকের। পেশায় ছিলেন একজন চা বাগানের শ্রমিক বাবার নাম নন্দলাল লোহার ।জানা গেছে, সোমবার রাত  রাধেশ্যাম বাড়ির পাশে একটি গ্রামীণ সড়কের ধারে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান  চালক অসাবধানভাবে গাড়িটি ব্যাক করতে গিয়ে তাঁকে পেছন দিক থেকে চাপা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয় রাধেশ্যাম।স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় জন্ন। সেখান থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মঙ্গলবার সকালে থানার এসআই প্রভাকর চৌধুরীর নেতৃত্বে মৃতদেহ উদ্ধার করে সার্কেল অফিসারের মাধ্যমে এনকুয়েস্ট সম্পন্ন করা হয় এবং ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি ও তার চালক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।