ত্রিপুরা
img

ধর্মনগর রেল স্টেশন সড়কে হামলা !

ধর্মনগরে রেল স্টেশন সড়কে হামলার ঘটনায় চাঞ্চল্য ,খবর পেয়ে ধর্মনগর থানার বিশাল পুলিশ  টিএসার বাহিনী, সি আর পি ফোর্স, মহকুমা পুলিশ আধিকারিক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং প্রসান্ত দে-কে আটক করে থানায় নিয়ে যায় ধর্মনগর থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে অমিত চক্রবর্তীর অনুগামীরা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অমিত চক্রবর্তীর একজন অনুগামী অভিযোগ করেন, "পুলিশ সিপিএমের মত কাজ করছে, প্রশাসনও পক্ষপাতিত্ব করছে । ঘটনার কবর পেয়ে রাতে ধর্মনগর থানয় উপস্থিত হন উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই , ঘটনা স্তলে মহকুমা পুলিশ আধিকারিক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা উপস্থিত থাকলেও সংবাদমাধ্যমের সামনে উনারা কোনও মন্তব্য করতে চাননি।ঘটনার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়, তবে রাতেই অমিত চক্রবর্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ধর্মনগর শহরে রেল স্টেশন রোউড-চত্বর এবং বিভিন্ন এলাকায় যেভাবে সম্প্রতি বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ।এই ঘটনার পর ধর্মনগর থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। রাজনৈতিক পক্ষপাতীত ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে। এখন দেখার বিষয়, ধর্মনগর থানার পুলিশের তদন্ত কতটা দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। নাকি তদন্ত থেকে যায়।