ত্রিপুরা
img

আবারো যান দুর্ঘটনা !

আবারো যান দুর্ঘটনা। গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত বাইক আরোহী। ঘটনার বিবরনে জানা যায় গোমতী কার পার্লারের কর্মচারী তনময় দাস তার কাজ সেরে বাইক দিয়ে  সোনামুড়া মধুবন নিজস্ব বাড়িতে যাওয়ার সময় মেলাঘর ইন্দিরা নগর মূল সড়কে পুরানো পঞ্চায়েতের সামনে একটি গাড়ি খুব দ্রুত বেগে তন্ময় দাসের বাইকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে তম্ময় দাস, এবং তার বাইক মূল সড়ক থেকে, একটি পুকুরের পাড়ের জোপ জঙ্গলে গিয়ে আটকে যায়। তড়িঘড়ি সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে বাইক আরোহীকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে বাইক আরোহী মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। তবে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাইকটিকে উদ্ধার করে মেলাঘর থানায় নিয়ে আসে।