ত্রিপুরা
img

সমস্যার সম্মুখীন বাঁধারঘাট শিল্পাঞ্চল এলাকা

রাজ্য সরকার বিভিন্নভাবে শিল্প ক্ষেত্রে অগ্রগতির জন্য নানান ভূমিকা নিয়েছে যা ইতিমধ্যেই বিভিন্নভাবে পরিলক্ষিত হয়েছে, নানান শিল্প স্থাপনের  মধ্য দিয়ে যাতে প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সুযোগ করা যায় সেদিকে রাজ্য সরকার লক্ষ্য রেখে কাজ করছেন বলে অভিমত শিল্প উদ্যোগীদের, তার জন্য রাজ্যের বিভিন্ন অংশে স্থাপন করা হয়েছে শিল্পাঞ্চল এলাকা,  এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলোর মধ্যে অন্যতম শিল্পাঞ্চল হল রাজধানীস্থিত বাধারঘাট শিল্পাঞ্চল, আগরতলা লিম্বাক এলাকায় এই শিল্পাঞ্চল, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের দ্বারা পরিচালিত এই শিল্পাঞ্চলে বর্তমানে বহু ছোট ছোট শিল্প রয়েছে এবং প্রচুর পরিমাণ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ও সুযোগ হয়েছে, বর্তমানে এই শিল্পাঞ্চলটি বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ রাজ্য সরকার রাজধানীর রাস্তা গুলোর মধ্যে যাতে যানবাহনের দুর্ঘটনা কমানো যায় তার জন্য আগরতলা উদয়পুর জাতীয় সড়কের মাঝে ডিভাইডার তৈরি করছে, এই ডিভাইডার ড্রপ গেট এলাকা  থেকে শুরু করে বর্তমানে ওএনজিসি পর্যন্ত তৈরি করা হয়েছে এই ডিভাইডার তৈরি করার ফলে নিম্বার্ক স্থিত বাধারঘাট শিল্পাঞ্চল এলাকায় শিল্প উদ্যোগীরা নানান সমস্যায় পড়েছে কারণ এই শিল্পাঞ্চল এলাকার ডিভাইডারের জন্য কোন ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না এমনটাই অভিমত বাজার ঘাট ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন কমিটির সভাপতির পাশাপাশি তিনি অভিমত ব্যক্ত করেন এই ডিভাইডার  তৈরি করার পর ট্রাফিক দপ্তর, শিল্প দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এই সমস্যার কথা জানিয়েছেন কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি, তিনি তার বক্তব্যে বলেছেন এই শিল্পাঞ্চলে যদি কোন ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাহলে এই ডিভাইডার এর জন্য অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি গুলিও এই শিল্পাঞ্চলে প্রবেশ করতে পারবেনা। এর জন্য কোন অঘটন ঘটলে  এর দায়ভার কে গ্রহণ করবে? এ প্রশ্নটা এই জনমনে ঘুরপাক খাচ্ছে  বাধারঘাট শিল্পাঞ্চল এলাকার শিল্প উদ্যোগীদের মতে উক্ত বিষয়টি নতুন দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক দপ্তরের সুপার এস জাহাঙ্গীরকেও জানিয়েছেন। কিন্তু ট্রাফিক দপ্তরের মাননীয়া সুপার ও উক্ত বিষয়ে গুরুত্ব আরোপ করেননি তিনি রাজ্যের মন্ত্রী আমলাদের  খুশি করার জন্য অত্যাবশ্যক বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে যানবাহন নিয়ন্ত্রণের কাজে লোক দেখানো ভূমিকায় রয়েছেন এমনটাই অভিযোগ রাজ্যে তথ্য বিজ্ঞান মহলের। এখন দেখার উক্ত বিষয় এ নিয়ে ট্রাফিক  দপ্তরের মাননীয়া কি ভূমিকা গ্রহণ করেন।