ত্রিপুরা
img

কমলপুরে জিতেন্দ্র এবং আশিষ

গত ১৭ জুন ৪৬ নং সুরমা গ্রামের বারোদ্রোন এলাকায়  আর কে আই ইট ভাট্টায় আশিস দাস খুন হয়েছিল তার বাড়িতে যান  বিরোধীদলনেতা তথা পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি একই দিনে তার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচাৰ্য, মরাছড়া অঞ্চল কমিটির সম্পাদক বাবুলাল মুন্ডা।শ্রী চৌধুরী খুন হওয়া আশিস দাস 'র পিতা চিত্তরঞ্জন দাস,  এবং তার পরিবারের  কাছ থেকে ঘটনার পূর্ণ বিবরণ শোনেন।আর কে আই ইট ভাট্টার মালিক সৌভিক দাস ও বিধায়িকার স্বামী পরিতোষ পাল ভাট্টার জায়গার জন্য তাদের বাড়িতে এসেছিলো। পাঁচ বছরের লিজে চুক্তি হয়। কিন্তু আশিস হত্যার কয়েকদিন আগে তাদেরকে চুক্তিপত্রের কাগজ দেওয়া হলে দেখা যায় চুক্তিপত্রে দশ বছর লেখা রয়েছে।এদিকে মহিলা আরও অভিযোগ করেন দুই বছর আগে তাদের ছোট ছেলেকেও খুন করা হয়েছে। কিন্তু দেখানো হয়েছে অস্বাবাভিক মৃত্যু। ছোট ছেলেকে হত্যার সাক্ষীর জন্য এলাকার এক যুবক ধীরেন্দ্র নমশুদ্র রাজি হলে দেখা যায় ধীরেন্দ্র নমশুদ্র ফাঁসিতে আত্মহত্যা করে। আসলে এটিও ছিল খুন। তার অভিযোগ আশিস হত্যার পর দেখা যাচ্ছে এই হত্যাকান্ডগুলো তাদের সম্পত্তি আত্মসাতের জন্যই করা হয়েছিল । পুত্র হারা মা অভিযোগ তুলেন তাহার ছেলে বিজেপি করতো। সে খুন হলো। সবাই এসেছেন। কিন্তু এলাকার বিধায়িকার দেখা নাই কেন?