
যাত্রাপুর থানার- আরক্ষা প্রশাসনের উদ্যোগে কাঠালিয়া মোটর স্ট্যান্ডের অটো চালকদের নিয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদেরকে নিয়েই মূলত স্টান্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ। এছাড়াও ধনপুর বিধানসভার অন্তর্গত তিনটি অটোস্ট্যান্ডের দায়িত্বে ছিলেন অটো রিক্সা সংগঠনের প্রভারই চন্দন দেবনাথ।ওসি সুব্রত দেবনাথ উনার বক্তব্যে অটোচালকদের অত্যান্ত সতর্ক থাকার জন্য বেশ কিছু বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে দেন।তিনি বলেন, অটোচালক যারা আপনারা অত্যান্ত সতর্ক হয়ে অটো রিক্সায় যাত্রী সাধারন কে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর দায়িত্ব নিতে হবে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, নেশাদ্রব্য থেকে বিরত থাকতে হবে, অটোরিকশা পরিচালনার ক্ষেত্রে কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে। নির্দিষ্ট যাত্রী সাধারণ বহন করতে হবে, এছাড়াও যত্রতত্র জাগায় অটো রিক্সা রাখা ঠিক হবে না ইত্যাদি । অটো রিকশা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের স্পষ্টভাবে বুঝিয়ে দেন আগামী দিন থেকে এই নির্দিষ্ট বিধি নিষেধ অমান্য করলে , পুলিশ আইনগত ব্যবস্থা নিতে অবশ্যই বাধ্য থাকবে