ত্রিপুরা
img

বিপুল পরিমাণ গাঁজা আটক

রবিবার  গভীর রাতে এক বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা একটি গাড়ি আটক করে প্রায় ৩১০ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা এই গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা।গাড়ি চালক রবি কুমারকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ধৃত রবি কুমারের বাড়ি বিহারে। দীর্ঘদিন পর কমলপুর থানা এই ধরনের একটি বড় অভিযানে সাফল্য পেল। সোমবার  সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান কমলপুর মহকুমার এসডিপিও সমুদ্র দেব্বর্মা। তিনি জানান, পুলিশের এই অভিযানে মাদক পাচার চক্রের ওপর একটি বড় আঘাত হানা সম্ভব হয়েছে। আটককৃত গাঁজা এবং গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।