ত্রিপুরা
img

কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠান

রবিবার খোয়াই নতুন টাউন হলে দুদিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠান আয়োজিত হয়।উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস, তেলিয়ামুড়া পৌরপরিষদের চেয়ারপারসন রূপক সরকার, খোয়াই জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন ১৯ টি ইভেন্ট ৪৭ টি বিদ্যালয়ের ৫২০ জন ছাত্রী অংশগ্রহণ করে। তেলিয়ামুড়া থেকে ১৫ টি স্কুল, কল্যানপুর থেকে সাতটি স্কুল, এবং খোয়াই থেকে ২৫ টি স্কুল অংশগ্রহণ করে। মূলত নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। কিশোরী উৎকর্ষ মঞ্চ শুরু হয়েছে ২০১৯ সাল থেকে।