ত্রিপুরা
img

তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন কমলপুরে !

শনিবার কমলপুর মহকুমার হালাহালি বিমল সিংহ কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা রাজ্য অটো রিকশা শ্রমিক সংঘ অনুমোদিত কমলপুর মহকুমার তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন। কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নান্টু দেবনাথ,বি এম এস ধলাই জেলা শাখার সহ-সভাপতি সুদীপ ঘোষ, জেলা কমিটির কার্যকর্তা তথা বি এম এস'র জেলা প্রভারি বিপ্লব দেববর্মা, সালেমা শাখার সভাপতি সঞ্জীব দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ।সম্মেলনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন রমাপদ দেব। সভায় পুরনো কমিটি ভেঙে নতুন ২৩ জনের কমিটি গঠন করা হয়।