
Jul 27, 2025
বিলোনীয়া বরপাথরি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তৃষা মজুমদার আজ মৃত্যুবরণ করে। জানা যায়, শনিবার সবার সামনে পরীক্ষার উত্তরপত্র নিয়ে বিদ্যালয়ের শিক্ষিকা তৃষার সাথে দুর্ব্যবহার করে। দিদিমণির দুরব্যবহার সহ্য করতে না পেরে- মৃত্যুর পথ বেছে নিয়েছিলো তৃষা, খেয়েছিল বিষাক্ত ঔষধ। সাথে সাথে তৃষাকে নিয়ে যাওয়া হয়েছিল বড়পাথরি হাসপাতালে- সেখান থেকে বিলোনীয়া- সেখান থেকে জেলা হাসপাতাল শান্তিরবাজার -শেষমেষ জিবি হাসপাতালের বেডে মৃত্যুর সাথে যুদ্ধ করেছে তৃষা। শেষ রক্ষা করা গেলো না, চলে যেতে হল - না ফেরার দেশে।