
Jul 27, 2025
গোপন খবরের ভিত্তিতে নেশা কারবারি রঞ্জন রায় কে গাঁজা ও নেশা সামগ্রী সহ গোয়ালা বস্তি থেকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। তার পাশাপাশি কুমারী টিলা থেকে চুরি যাওয়া বিল্ডিং নির্মাণ সামগ্রী সহ দুজন চোরকে আটক করে এনসিসি থানার পুলিশ।এই বিষয়ে বিস্তারিত বলেন এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি প্রাজ্জিত মালাকার।