
Jul 28, 2025
থানার দরজায় পারিবারিক বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে থানা কর্তৃপক্ষের অসহযোগীতার শিকার দুই মহিলা বলে অভিযোগ। এক ব্যাক্তির বিরুদ্ধে তার নামধাম দিয়ে লিখিত অভিযোগ জানানো হলেও থানা থেকে সেই অভিযোগ পত্র গ্রহনের কোন রিসিভ কপি অভিযোগকারীদের দেওয়া হয়নি বলে অভিযোগ। এনিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন অভিযোগকারিনীরা। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাট থানায়। তবে ঘটনা নিয়ে পুলিশ অভিযোগ পত্র হাতে পেয়েও তার রিসিভ কপি কেন দিল না অভিযোগকারীদের তাই এখন বড় প্রশ্ন ।