ত্রিপুরা
img

স্বর্গীয় পিতা-মাতার স্মৃতিতে উৎসর্গ করলো ভূমি

স্বর্গীয় রঞ্জিত কুমার দেব এবং  স্বর্গীয় রানী তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের সন্তানরা পশ্চিম জয়নগর বড় পুকুরপাড় সিজার্স ক্লাব কে জমি উৎসর্গ  করে এই উৎসর্গ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার রামনগর মন্ডল সভাপতি অমিতাব  ভট্টাচার্য , বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার  জমি উৎসর্গ অর্থাৎ এই সামাজিক কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন