ত্রিপুরা
img

মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করলে কমিউনিস্টদের মতিভ্রম দূর হবে, বিপ্লব কুমার দেব!

রবিবার বর্ডার গোল চক্কর এলাকায়  সৃষ্টি ক্লাব আয়োজিত  ১২৪তম প্রধানমন্ত্রী মন কি বাত  শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব ,মেয়র দীপক মজুমদার,বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ স্থানীয় এলাকাবাসীরা। সংসদ বিপ্লব কুমার দেব বললেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই মন কি বাত শোনা উচিত। তিনি বললেন কমিউনিস্টদের সবার আগে মন কি বাত শুনা উচিত। মন কি বাত অনুষ্ঠান শুনলে কমিউনিস্টদের মতিভ্রম দূর হবে তাদের পরিবারের জন্য ভালো হবে। পাশাপাশি বিস্তারিত বললেন তিনি