ত্রিপুরা
img

আশারামবাড়িতে বিজেপির মন কি বাত অনুষ্ঠানে দুষ্কৃতী হামলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শ্রবণ কর্মসূচিতে হামলা চালালো তিপ্রা মথা দলের সমর্থকরা। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭ জন বিজেপি কর্মী। ভাংচুর করা হয়েছে গাড়ি। এমনটাই অভিযোগ। এই ঘটনায় আশারামবাড়ি এলাকায়  চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছে গেছেন বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্বরা।উল্লেখ্য, মাসের শেষ রবিবার হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়মিত বেতার অনুষ্ঠান সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন জায়গায় শ্রবণ করা হয়েছে। সারা রাজ্যেই মন কি বাত অনুষ্ঠান শ্রবণের কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির কর্মী সমর্থকগণ। একই সাথে আশারামবাড়িতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শ্রবণের কর্মসূচি হাতে নিয়েছিল বিজেপি কর্মীরা। অভিযোগ, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীন সময়ে বিজেপির শরিক দল তিপ্রা মথার কর্মী সমর্থকরা সেই অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মীদের উপর হামলা চালায় । ঘটনায় গুরুতর আহত হয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। ভাংচুর করা হয়েছে গাড়ি ও বাইক। ঘটনায় মোট সাত জন আহত হয়েছে, তার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে খবর মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।ঘটনাস্থল থেকে পুলিশ জানিয়েছে, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে পৌঁছে গেছে। এই এলাকার সুরজিৎ দেববর্মার বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনা হচ্ছিল। পুলিশের দাবি অনুযায়ী সে  সময় বাড়ির বাইরে দাঁড় করানো বাইক গুলোর উপর হামলা করে ৩০-৪০ জনের একদল দুষ্কৃতী। তারা আক্রমণ ও চালায় সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের ওপর। এত বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি অনুযায়ী আশারাম বাড়ি ত্রিশ নম্বর ওয়ার্ডে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এলাকায় টহলদারি  বাড়ানো হয়েছে। ঘটনার চূড়ান্ত পর্যায়ের তদন্ত হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।