
ত্রিপুরায় জরুরি পরিষেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সকে পেট্রোল দিতে গড়িমসি করলো পাম্প কর্তৃপক্ষ। পাম্পের তালবাহানায় পাম্পের সামনেই প্রায় একঘন্টা অ্যাম্বুলেন্সে পড়ে রইলো মুমূর্ষু রোগী। পরে জনরোষের আঁচ পেয়ে রোগী বোঝাই গাড়ীকে তেল দিলো পাম্প কর্তৃপক্ষ। এনিয়ে কুমারঘাটে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন এই ঘটনার সাক্ষী থাকা বিবেক রায় নামের এক ব্যাক্তি। ঘটনা ঊনকোটি জেলার কৈলাশহরের চিরাকুটি স্থিত ভারত পেট্রোলিয়াম পাম্পে।জানাগেছে, শুক্রবার রাতে কুমারঘাট এলাকায় একটি সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয় কুমারঘাটের বাসিন্দা তথা স্থানীয় চিত্তরঞ্জন ক্লাবের সদস্য কার্তিক দাস। সঙ্গে সঙ্গে ক্লাব সদস্যরা তাকে প্রথমে কুমারঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রেফার করেন কৈলাশহরের ঊনকোটি জেলা হাসপাতালে। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে। ক্লাবের সদস্যরা তাকে নিয়ে আগরতলায় যাওয়ার উদ্দেশ্যে রাতে কৈলাশহরের চিরাকুটি স্থিত ভারত পেট্রোলিয়াম নামক পেট্রোল পাম্পে অ্যাম্বুলেন্সে তেল নিতে গিয়েই ঝামেলার সুত্রপাত। ক্লাব সদস্যদের অভিযোগ, রাতে জরুরি পরিষেবার গাড়ীতেও তেল দিতে অনিহা প্রকাশ করে পাম্প কর্তৃপক্ষ। পুলিশের অনুমতি ছাড়া তেল দিতে রাজি নয় সেই পেট্রোল পাম্পের লোকেরা। এনিয়ে নিয়ে দীর্ঘক্ষন রোগীর সহযাত্রীদের সাথে তুমুল বচসা হয় পাম্প কর্তৃপক্ষের। আর এই ঝামেলায় প্রায় একঘন্টা সময় ধরে আশঙ্কাজনক রোগীকে পড়ে থাকতে হয় পাম্পের সামনে অ্যাম্বুলেন্সের ভেতরে। এই বিষয়কে কেন্দ্রকরে রাতে উত্তেজনা ছড়ায় পাম্প চত্তরে।দেখুন সেই ছবি