
Jul 26, 2025
যাত্রীবাহী বাস থেকে আটক গাজা সহ গাঁজা পাচারকারী দুই মহিলা। লেফুঙ্গা থানার পুলিশ লেম্বু ছড়া নাকা চেকিং পোস্টে মোহনপুর দিক থেকে আশা যাত্রীবাহী বাস গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ২ মহিলা গাঁজা পাচারকারীকে আটক করেছে তাদের নাম হলো মাম্পি দে এবং ঝিমলি দেব তাদের বাড়ি আসামের করিমগঞ্জ এলাকায় । অভিযুক্ত দুই মহিলাকে জিজ্ঞাসা বাদ করার পর পুলিশ দুটি বেগে থেকে ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার কালোবাজারি মূল্য আনুমানিক এক লক্ষ টাকা হবে । তাদের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস আইন অনুযায়ী একটি মামলা গ্রহণ করেছে এবং আজ তাদের কোর্টে প্রেরণ করা হবে বলে জানা যায়। লেফুঙ্গা থানার ওসি সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।