ত্রিপুরা
img

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের এক দিবসীয় কর্মশালা

উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন শনিবার আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা হলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের এক দিবসীয় সেমিনারের উদ্বোধন করেন। তিনি বলেন একটি দেশ বা জাতি তখনি অগ্রগতির পথ দেখবে যখন তার জনগন উন্নত ও সুশিক্ষিত হবে। ভারতকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা এবং শিক্ষাক্ষেত্রে ভারতকে ওয়ার্ল্ড এডুকেশন হাব এ রূপান্তরিত করাই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। পাশাপাশি বিস্তারিত বললেন কিশোর  কিশোর বর্মন।