ত্রিপুরা
img

কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

শুক্রবার খোয়াই পুর পরিষদের উদ্যোগে নতুন টাউন হলে পুর পরিষদ এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। মূলত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের দুটি বোর্ডের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় খোয়াই পুরো পরিষদের তরফ থেকে। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। বিশিষ্ট সমাজসেবী অনুকূল চন্দ্র দাস। পুরো পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মা। দশরথ দেব মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল খোকন মজুমদার থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এদিন পুরো এলাকার ১২১ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ষাট শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য।