
May 20, 2025
এবার রাস্তার ড্রেন সংস্কারের দাবীতে ২০৮ বি জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার খোয়াই চাম্পাহাওর থানার অন্তর্গত বাচাইবাড়ী বাজার এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ বিগত বহুবছর থেকেই বর্ষাকালীন সময়ে রাস্তার পাশে থাকা ড্রেন গুলি সংস্কারের অভাবে বন্ধ হয়ে পড়ে ফলে বৃষ্টির জল জমে বাড়ি ঘরে প্রবেশ করতে শুরু করে । ফলে বাড়ি ঘরে বসবাস করার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয় । এই নিয়ে বহুবার দপ্তরের আধিকারীদের জানালেও আজ অব্দি এই সমস্যার সমাধান না হওয়াতে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে বাচাইবাড়ি বাজারস্থিত ২০৮বি জাতীয় সড়কটি অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী