ত্রিপুরা
img

হোম থেকে শিশু পাচারের বিষয়ে খোঁজখবর নিলেন বিধায়ক

সরকারি হোম থেকে শিশু পাচারের অভিযোগ,হোম পরিদর্শন করে সঠিক তদন্তের দাবি করলেন বাম বিধায়ক নয়ন সরকার। এদিন এই সরকারিভাবে পরিদর্শনকালে বিধায়কের সাথে ছিলেন ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরাও।

নরসিংগড় স্থিত স্টেট ফাউন্ডলিং হোম অর্থাৎ সরকারি হোম থেকে ৩ বছরের কন্যা শিশু পাচারের অভিযোগ  ওঠলে,গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল সহ স্থানীয় বিধায়ক নয়ন সরকার মঙ্গলবার হোমটি পরিদর্শন করেন। হোম আধিকারিকদের সাথে আলোচনা করে তিনি ঘটনার বিবরণ নেন। পরে গোটা ঘটনার সঠিক তদন্ত ক্রমে সরকারি হোম থেকে শিশু বিক্রি ও পাচার চক্রে  যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।এই বিষয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মোহনপুর মহকুমা কমিটির নেতৃত্বও সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।এই ঘটনা নিয়ে বিধায়ক নয়ন সরকার জানান বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে তিনি জানতে পেরেছেন  এই নরসিংগড় স্থিত সরকারি হোমের কয়েকজন স্টাফ চক্রান্ত করে অর্থের লোভে  একটা ৩ বছরের কন্যা সন্তানকে অন্যত্র দিয়ে দেয় যেটা শিশুটির মা জানতো না। এক্ষেত্রে ওই শিশুটির মাকে প্রতারিত করে তার কাছ থেকে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে বলে কোন কাগজে স্বাক্ষর রাখা হয়েছিল। সে বিষয়ে খোঁজখবর করার জন্যই এদিন এই সরকারি হোমটির সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে  পরিদর্শন করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে খোঁজখবর হয়েছে। যারা সেই হোম দেখার দায়িত্বে আছেন তাদের সাথেও কথা বলা হয়েছে। এক্ষেত্রে হোমের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে শিশু পাচারের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে  সঠিক তদন্ত করে আসল রহস্যটা কি সেটা বের করার জন্য দাবি জানানো হয়েছে। তিনি জানান সূত্র মারফত জানা গেছে শিশুটির মা হোমে শিশুটিকে দিলে, হোমেরই কয়েকজন স্টাফ হোমে শিশুটি জমা করা হয়েছে এ বিষয়ে কোনো প্রকার রেজিস্ট্রেশন না করে,শিশুর মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে এবং কিছু না জানিয়ে হোম থেকে শিশুটিকে জানিয়ে অন্যত্র দত্তক দিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অনৈতিক। আর তাদের এই অনৈতিক কাজের জন্যই  শিশুটির মা নিজের সন্তানকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু কারো কাছ থেকে  কোনো সহযোগিতা পাচ্ছেন না।