ত্রিপুরা
img

৫ দফা দাবিতে ট্রান্সপোর্ট কমিশনারের কাছে টমটম চালকদের ডেপুটেশন।

ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে ৫ দফা দাবি নিয়ে  মহাকরণে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে সেক্রেটারির কাছে ডেপুটেশন প্রদান করা হলো মঙ্গলবার। এদিন সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মূলত রাজ্যের ই- রিক্সা শ্রমিকদের  বিভিন্ন সমস্যা ও পারমিট দেওয়া বিষয়কে কেন্দ্র করে  এই ডেপুটেশন প্রদান করা হয়।
 

ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে ৫ দফা দাবি নিয়ে  মহাকরণে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে সেক্রেটারির কাছে ডেপুটেশন প্রদান করা হলো মঙ্গলবার। সংগঠনের ৫ দফা দাবিগুলোর মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে যে বিষয়গুলো সেগুলো হলো, রাজধানী আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলাতে ইলেকট্রনিক রিক্সার অর্থাৎ টমটমের যাত্রী পরিষেবা ক্ষেত্রে সকাল ও বিকেল দু'ঘণ্টা করে প্যারাডাইস চৌমুহনী হতে রাধানগর, পোস্ট অফিস চৌমুহনী হতে কামান চৌমুনী পর্যন্ত পরিবহন দপ্তরের তরফে যে অমানবিক সিদ্ধান্ত তা অবিলম্বে  প্রত্যাহার করা, দেশের অন্যান্য রাজ্যের মত ত্রিপুরা রাজ্যে ফিটনেস ফাইন মকুব  করে সাধারণ যানচালকদের সর্বাত্মক সহায়তা প্রদান করা, ফুটপাত ও রাস্তা দখল করে ছোট মাঝারি দোকানিরা ও যত্রতত্র বাইক গাড়ি পার্কিং করে যে যানজট সৃষ্টি করা হয় অতি অবিলম্বে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা,প্যাডেল চালিত রিক্সাগুলোকে  অবৈজ্ঞানিকভাবে ব্যাটারী রিক্সায় রূপান্তরিত করার ফলে যাত্রী সাধারণের বিপন্ন সুরক্ষা ব্যবস্থার প্রতি মনোযোগী হওয়া ও আদালতের নির্দেশ অনুসারে রাজ্য সরকারের তরফে দশ হাজার   ইলেকট্রনিক রিক্সা চালককে স্বাবলম্বন লোন প্রদান দাবি রাখা হয়েছে দাবি সনদে। পাশাপাশি দাবি সনদে আরও জানানো হয়েছে পশ্চিম জেলায় এখনো পর্যন্ত স্বাবলম্বন লোন প্রদানের ক্ষেত্রে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে কারা বেনিফিশিয়ারি তাও জানা যায়নি, তার জন্য তদন্ত সহকারে শ্বেতপত্র প্রকাশের দাবি সহ জনসংখ্যা অনুপাত বিচার বিবেচনা করে অবিলম্বে তিন চাকা বিশিষ্ট নুতন গাড়ির রেজিস্ট্রেশন সারা ত্রিপুরা রাজ্যে বন্ধ রাখার দাবিও এদিন রাখা হয়েছে ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ থেকে।

এদিন ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন  নর্থইস্ট  প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের প্রভারি অসীম দত্ত সাথে ছিলেন ত্রিপুরা ইরিস্কার শ্রমিক সংঘের রাজ্য কমিটির সেক্রেটারি খোকন ঘোষ, পশ্চিম  জেলার সেক্রেটারি লিটন পাল সহ অন্যান্য সদস্যরা।