
May 20, 2025
সন্তানকে ঘুমে রেখে আত্মঘাতী মা । ঘটনা মঙ্গলবার বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায়। মৃতার নাম পূর্নিমা দাস। ঘটনাস্থলে বিশালগড়ের এসডিপিও দুলাল দত্ত, মহিলা থানার পুলিশ সহ ফরেন্সিক টিম। জানা যায় মোড়াবাড়ি এলাকার বিপ্লব চৌধুরী সাথে তার স্ত্রীর সাংসারিক কিছু ঝামেলা হয় আর সেই ঝামেলা কে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বিপ্লব চৌধুরীর স্ত্রী নিজের শাড়ি দিয়ে গলায় ফাস লাগিয়া আত্মহত্যা করে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। বিস্তারিত জানান বিশালগড় পৌর পরিষদের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর অমর ঘোষ সহ বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস।