ত্রিপুরা
img

ভারতীয় ছাত্র সংসদের ১৪ তম পর্বে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার রাজ্যের যুবকের

 মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত ভারতীয় ছাত্র সংসদের ১৪ তম পর্বে অংশগ্রহণ করে দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন রাজ্যের যুবক শুভম নমের। সোনামুড়া মহকুমার মেলাঘরের ওই যুবক  রাবার টেকনোলজিতে বিটেক করা ছাত্র।
 চলতি বছরের ৮ থেকে ১০ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী পুণেতে চলে ১৪তম ভারতীয় ছাত্র সংসদ(ইন্ডিয়া স্টুডেন্ট পার্লামেন্ট) যার উদ্যোক্তা MIT school of government Pune Bharat. বিজয়ী শুভম জানায় গত ২০২৩ -২৪ সালেও সে অনলাইন এপ্লিকেশন করেছিল এই ছাত্র সংসদে অংশগ্রহণ করার জন্য ,কিন্তু সে সময় তার আবেদন গ্রহণ করা হয়নি তাই পরবর্তীতে ২০২৫ সালে সে পুনরায় বিশ্ববিদ্যালয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আবেদন করে যথারীতি তার আবেদন গ্রহণ করে ভার্চুয়ালি তার সঙ্গে উক্ত বিষয়ের উপর  দুদফা আলোচনা হয়, তারপরেই তাকে পুণেতে ডাকা হয়।তার আলোচ্য বিষয় ছিল ভারতীয় রাজনীতিতে মতাদর্শ ও শিক্ষাব্যবস্থা। ভার্চুয়ালি তিন মিনিটের আলোচনা র পর তাকে ডাকা হয় মহারাষ্ট্রের পুনেতে, সেখানে সমস্ত দেশের অন্যান্য প্রতিনিধিদের মতই সেও আলোচনায় অংশ নেয় তাদের মধ্য থেকে তৃতীয় স্থান দখল করে রাজ্যের এই যুবক শুভম। সবশেষে তাদের নিয়ে যাওয়া হয় সংসদে সেখানে সংসদের সদস্যদের সামনে আলোচনায় অংশ নেয় শুভম এবং সুনামের সহিত রাজ্যকে গৌরবান্বিত করে শুভম। আগামী কিছুদিনের মধ্যেই তাকে রাষ্ট্রপতি পুরস্কারও দেওয়া হবে বলে জানায় শুভম। তারই সাফল্যে তাকে অভিনন্দন জানায় সোনামুড়ার বিশিষ্ট সমাজসেবক তথা ২২ সোনামুড়া বিজেপি মন্ডল সভাপতি শুভ্রজিত দাস। তাকে স্মারক এবং উত্তরীয় দিয়ে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সমাজসেবক শুভজিৎ দাস। আগামী দিনে শুভমের মত এই সকল প্রতিভাবান যুবকরা রাজনীতিতে অংশ নিয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করেন শুভ্রজিৎ।