
অঙ্গনওয়াড়ী সেন্টারে চাকরি দুর্নীতির কেলেঙ্কারিতে তালা ঝুলিয়ে দিলো জায়গার মালিক। এপ্রিল মাসে 3 তারিখ থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে অঙ্গনওয়াড়ী সেন্টার। মার্চ মাস থেকে বন্ধ মিড ডে মিল। উক্ত অঙ্গনওয়াড়ী সেন্টারে হেল্পার নিয়োগের দুর্নীতির অভিযোগ রয়েছে। অঙ্গনওয়াড়ী সেন্টারে মিড ডে মিল সহ এলাকার গর্ভবতী মহিলাদের যে সমস্ত খাদ্য সামগ্রী দেওয়ার কথা তাও সঠিকভাবে প্রদান করা হচ্ছে না। অঙ্গনওয়াড়ী সেন্টারের দিদিমনি রেহনা বেগম ও হেল্পারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন এলাকাবাসী যেন অঙ্গনওয়াড়ী সেন্টারে প্রবেশ না করে।অঙ্গনওয়াড়ী সেন্টারটি যাদের জাগায় রয়েছে সেই পরিবারের লোকেদের চাকরিতে না দিয়ে অন্য লোকেদের হেল্পারে চাকরিতে দেওয়া হয়েছে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। অঙ্গনওয়াড়ী সেন্টারে দিদিমণি জানিয়েছেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে দফতরে আধিকারিকদের একাধিকবার জানানোর সত্ত্বেও উনারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। জানা যায় এদিনের সেন্টারে তালা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে কোন আধিকারিকরা ঘটনাস্থলে এখনোও আসেননি।