
ছোট্ট পার্বত্য ত্রিপুরার ছেলে অরিত্র রায় ইতিহাস গড়লেন। এবার মাউন্ট এভারেস্ট জয় করলেন ত্রিপুরার এক পর্বতারোহী। 16 ই মার্চ ২০২৫ মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রাজ্য ছেড়ে ছিলেন অরিত্র । সে তার লক্ষ্যে পৌঁছলো ১৯শে মে ২০২৫ ইভেন মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করে তার জীবনের এক অভীষ্ট লক্ষ্য পূরণ করলো সে। প্রথম পর্যায়ে সে ১৩ হাজার কিমি পথ অতিক্রম করে এরপর তার দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য হয় মাউন্ট এভারেস্ট । মাউন্ট এভারেস্ট জয় তার দীর্ঘদিনের স্বপ্ন। এদিন অরিত্র ত্রিপুরার একজন প্রথম পর্বতারোহী হিসেবে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ অভিযান করে নজির গড়ার পর একের পর একশুভেচ্ছার জোয়ারে ভাসছেন। জানা যায় সেদিন অরিত্রের সাথে আরও বেশ কয়েকজন পর্বত আরোহী মাউন্ট এভারেস্ট অভিযান সম্পূর্ণ করেন।