ত্রিপুরা
img

উদ্বোধন হতে চলেছে মাতা মনমোহিনী মহাদেব মন্দিরের

চলতি মাসের ২৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার আগরতলার মলয়নগর স্থিত  রবিপাড়ায় শ্রী শ্রী শান্তিকালী আশ্রমে ভব্য মন্দির স্থাপিত হয়েছে সেই মন্দিরটি  পদ্মশ্রী শান্তিকালী মহারাজ ও দেশের বিশিষ্ট ধর্মগুরু দেবকীনন্দন মহারাজের হাত ধরে উদ্বোধন  হতে চলেছে এবং একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই মহা যজ্ঞকে কেন্দ্র করে সোমবার রবিপারা স্থিত মন্দির প্রাঙ্গণে একটি সভার আয়োজন করা হয়। সভার মধ্য দিয়ে পরিচালনা ও প্রস্তুতি কমিটির বর্দিত বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের মহন্ত মহারাজ গায়মনি জি ও কৃষ্ণ প্রভুজি, এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ত্রিপুরা প্রান্তের প্রান্ত প্রচারক নিখিল নিবাসকার ও বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের সংঘটন মন্ত্রী সশিকান্ত পান্ডে সহ অন্যান্যরা। একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছে প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুকেশ কলই ।