ত্রিপুরা
img

বিলোনিয়া ইন্ডোর স্টেডিয়ামের বেহাল দশা পরিদর্শনে জেলাশাসক

বিলোনিয়া ইন্ডোর স্টেডিয়াম বেহাল দশায় পরিণত হয়ে আছে। প্রতিনিয়ত খেলোয়াড়দের অনুশীলন বিঘ্নিত হচ্ছে। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় জেলা শাসক বিলোনিয়া ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শনে যান। সূত্রের খবর দুই মাস আগে 15 লক্ষ টাকার যে কাজ হয়েছিল তাতে খুশি হতে পারেনি ক্রিয়া-প্রেমীরা। কাজের গুণগত মান প্রশ্ন চিহ্নের মুখে। তারই পরিণতি ইন্ডোর ষ্টেডিয়ামের এই বেহাল দশা। জেলাশাসক বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন,আধিকারিকদের নির্দেশ দেন দ্রুততার সাথে ইন্ডোর স্টেডিয়াম কে অনুশীলন উপযোগী করে তোলার। আশা করা যাচ্ছে তিন মাসের মধ্যে সম্পূন সেজে উঠবে ইন্ডোর স্টেডিয়াম টি। জেলা শাসকের এই ধরনের পদক্ষেপে খুশি বিলোনিয়ার অনুশীলনরত ছাত্র-ছাত্রী ও ক্রীড়া অনুরাগীরা সাধারণ জনগণ।