ত্রিপুরা খবর
img

মৎস্য দপ্তরে আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভা।

বৃহস্পতিবার  গোর্খাবস্তি  মৎস্য দপ্তরেএক পর্যালোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, সাব ডিভিশনাল অফিসার ,ডিস্ট্রিক্ট লেবেল থেকে আগত ডেপুটি ডাইরেক্টর সহ আরো অনেকে। মন্ত্রী সুধাংশু দাস বলেন ,রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে অর্থ পেয়েছে, তাছাড়া ২০২৫- ২৬ অর্থবছরে যে বাজেট ফিশারী দপ্তর পেয়েছে ,তাতে কতটা অর্জন করেছে কতটা সাফল্য হয়েছে এবং কতটা ঘাটতি রয়েছে সে সমস্ত বিষয় আজকে আলোচনা করা হবে। মাছের চাহিদা পূরণের জন্য  আরো কি কি নতুন পদ্ধতি অবলম্বন করার দরকার তার উপরে আলোচনা করা হবে। ফিল্ডে কি কি সুবিধা অসুবিধা রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে প্রতিটি অফিসার ও ডেপুটি ডাইরেক্টরদের সাথে। মাছ  খুবই সুস্বাদু খাদ্য এবং চাহিদা সম্পন্ন তাই মাছের যোগান কিভাবে বাড়ানো যায় ,সেই লক্ষ্যে আজকের এই কর্মসূচির আয়োজন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান ফিশারী দপ্তরের যে সমস্ত শূন্য পদ রয়েছে তা অতি শীঘ্রই পূরণ করার জন্য ফিন্যান্স দপ্তরে বলা হয়েছে।