
পাকিস্তানের কোনও ধরনের বিমানই আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এনওটিএএম (নোটিশ টু এয়ার মিশন) জারি করে বুধবার রাতে এই ঘোষণা করেছে কেন্দ্র। এনওটিএএম অনুসারে, পাকিস্তানে নথিভুক্ত বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর মধ্যে বাণিজ্যিক বিমান সংস্থা এবং সামরিক বিমানও অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৫ সালের ৩০ এপ্রিল থেকে ২৩ মে এই পদক্ষেপ কার্যকর হবে।
পহেলগাঁওয়ে হামলার পর পরই পাকিস্তানের তরফে ভারতীয় বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি নয়াদিল্লির সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় পাকিস্তানি বিমান সংস্থাগুলি ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছিল। এসবের মধ্যেই ইসলামাবাদকে সায়েস্তা করতে এবার আরও এক পাল্টা পদক্ষেপ নিল নয়াদিল্লি।