
May 01, 2025
TTAADC ইএম রবিন্দ্র দেববর্মা (শিক্ষা ও ককবরক) এবং ৩৯মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ সহ জোনাল চেয়ারম্যান এবং সমাজকর্মী মনিন্দ্র ত্রিপুরার উপস্থিতিতে মনু বিধানসভার অন্তর্গত চালিতা বনকুল নবিরাম পাড়ায় নবনির্মিত এমুনয়েল ইংরেজি মাধ্যম প্রাইমারি স্কুল এমুনয়েল ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে উপস্থিত অতিথিদের রিসা পড়িয়ে বরণ করে নেওয়া হয় এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। সাংবাদিকদের সামনে এই অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন TTAADC ইএম রবিন্দ্র দেববর্মা।