
উদয়পুরের মুখ উজ্জ্বল করতে যাচ্ছে উদয়পুরের ১৩ বছর বয়সি শুভাঙ্কি দত্ত। শুভাঙ্কি ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল আকৃষ্ট। বাবা অপি দত্ত বনদপ্তরের কর্মরত ছিলেন। উনার স্বপ্ন ছিল শুভঙ্কি কে নাচ শেখাবে রাজ্যের নাম উজ্জ্বল করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুভাঙ্কির বয়স যখন সাত বছর তখন ওর বাবার মৃত্যু হয়। মা তাপসী ভট্টাচার্য দত্ত হাল ছাড়েন নি।কাকা দীপক দত্ত ভাতিজিকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। আজকে শুভাঙ্কি উদয়পুর, আগরতলা এবং কলকাতাতে গিয়ে নিজের ঝুলিতে নৃত্যে বহু পুরস্কার অর্জন করে আনতে পেরেছে।পরিবারের সদস্যরা সুভাঙ্কি কে এম কে প্রোডাকশন হাউসে নৃত্য শিল্পের অংশগ্রহণ করিয়ে ইতিমধ্যে রাজ্যের ১৪ জন শিল্পীর মধ্যে গোমতী জেলার মধ্যে নিজের সাফল্য অর্জন করে বলে জানান পরিবারের সবাই। ইতি মধ্যে আগামী ১৩ই মে ফাইনালের জন্য শুভাঙ্কি রাজ্যবাসীর কাছে ভোট চাইছেন ,যাতে করে সে প্রথম স্থান অর্জন করতে পারে। শুভাঙ্কির আশা রাজ্যবাসী তাকে ভোট দিয়ে ফাইনালে প্রথম স্থান অর্জন করার জন্য সাহায্য , সহযোগিতা এবং আশীর্বাদ করবেন।