ত্রিপুরা খবর
img

ক্যান্সার রোগীদের জন্য সহায়তা কেন্দ্র ।

বৃহস্পতিবার আগরতলা অটল বিহারি বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য সামাজিক ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধার্থে একটি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক রতন চক্রবর্তী সহ আরো অনেকে। মন্ত্রী টিংকু রায় বলেন ,এতদিন ধরে ক্যান্সার রোগীদের বিভিন্ন চিকিৎসার জন্য বা ভর্তি করানোর পর বিভিন্ন  সুযোগ সুবিধার জন্য কাগজপত্র সিডিপিও অফিসে যেত এবং সেগুলো প্রসেসিং করতে করতে দেখা যেত অনেক রোগী আর বেঁচে নেই । তাই ক্যান্সার রোগীদের কথা মাথায় রেখে আজকে হাসপাতালে একটি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয় । এখানে রোগীরা ডাক্তার দেখাতে এসে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন জমা দিয়ে কার্ড তৈরি করতে পারবে এবং সামাজিক ভার্তা তাড়াতাড়ি পাওয়ার ব্যবস্থা করতে পারবে। তবে এই ভার্তা যাদের সরকারি চাকুরী নেই তাদের দেওয়া হবে মাসে ২০০০ টাকা করে। প্রায় চার হাজার ক্যান্সার রোগীদের ভাতা দেওয়া হচ্ছে এবং আরো ১৫০ জনের মতো রোগীর ভাতার ব্যবস্থা করা হচ্ছে। পরিশেষে মন্ত্রী টিংকু রায় বলেন, ক্যান্সার একটি মারণ মারণব্যাধি একে প্রতি হত করতে হলে নেশা এবং তামাক সেবন থেকে দূরে থাকতে হবে ।