
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয় সিপিএম রাজ্য দপ্তরে। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা । বৃহস্পতিবার পহেলা মে সম্পর্কে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ,আজ থেকে ১৩৯ বছর আগে অর্থাৎ ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের যে আন্দোলন ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম এবং আট ঘন্টা বিনোদন এই দাবি নিয়ে আন্দোলন বহুদিন ধরে সেখানে চলে আসছিল। কিন্তু সেদিন তৎকালীন সরকারের পুলিশ ও মালিকদের প্রতিনিধি তথা গুন্ডাবাহিনীর দ্বারা নিরীহ শ্রমিকদের উপর বর্বর ভাবে ঝাঁপিয়ে পড়ে ।এ তাণ্ডব ২-৩ দিন ধরে চলেছিল। পরবর্তী সময় আমেরিকা সহ সারা বিশ্বে শ্রমিকদের এই দাবি জোরালোভাবে ছড়িয়ে পড়ে এবং সবাই সমর্থন করে। ১৮৯০ থেকে সারা বিশ্বে আন্তর্জাতিক মে দিবস হিসাবে পালিত হয়ে আসছে। জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, ত্রিপুরা রাজ্যে ২০১৮ সালে বিজেপি সরকার আসার পর আন্তর্জাতিক মে দিবস বন্ধ উঠিয়ে দিয়ে শ্রমিকদের অধিকারে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ।