ত্রিপুরা খবর
img

রাজ্যে বৈঠক করলো প্রাক্তন জঙ্গী সংগঠন এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠির নেতৃত্ব

রাজ্যে বৈঠক করলো প্রাক্তন জঙ্গী সংগঠন এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠির নেতৃত্ব এবং তাদের পরিবারের লোকেরা। ফটিকরায় বিধানসভার রাজকান্দিতে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠক থেকে প্রাক্তন জঙ্গী নেতা বিশ্বমোহন দেব্বর্মার নেতৃত্বে হয় বিভিন্ন সিদ্ধান্ত।


ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজকান্দি এডিসি এলাকায় বৈঠক করলো রাজ্যের নিষিদ্ধ জঙ্গী সংগঠন এন এল এফটি বিশ্বমোহন গোষ্ঠীর প্রাক্তন বৈরী ও তাদের পরিবারের লোকেরা। স্থানীয় কমিউনিটি হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বৈরী নেতা বিশ্বমোহন দেব্বর্মা।ত্রিপুরায় একটা সময় মাথাচাড়া দিয়ে উঠেছিলো বিভিন্ন সশস্ত্র বৈরী সংগঠন। রাজ্যের আনাচে কানাচে তখন নিজেদের দাপট দেখিয়েছিলো জঙ্গী দলগুলো। সন্ত্রাসবাদী কার্যকলাপের আতুড়ঘড়ে রিতিমতো পরিনত হয়েছিলো পার্বত্র ত্রিপুরা। যার মধ্যে অন্যতম ছিলো বিশ্বমোহন দেব্বর্মা পরিচালিত রাজ্যের বর্তমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এন এল এফ টি। প্রশাসনের কাছে আত্মসমর্পন করে বর্তমানে তাদের মধ্যে অনেকেই ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। কিন্তু যারা একটা সময় বিশ্বমোহন দেব্বর্মার নেতৃত্বে যুক্ত ছিলো সন্ত্রাসবাদী কর্যকলাপে বর্তমানে সেইসব বৈরীদের পরিবার কেমন রয়েছে? তার খোঁজখবর নিতে বুধবার ঊনকোটি জেলার এনএলএফটির প্রাক্তন বৈরী এবং তাদের পরিবারের লোকেরা মিলিত হলেন বৈঠকে। রাজকান্দি এডিসি ভিলেজ এলাকার একটি কমিউনিটি হলে আয়োজিত বৈঠকের নেতৃত্ব দেন বৈরী সংগঠনের প্রাক্তন নেতা বিশ্বমোহন দেব্বর্মা। প্রাক্তন বৈরী নেতা জানান, আত্মসমর্পনের পর তার একসময়ের সহযোদ্ধা এবং তাদের পরিবারের লোকেরা কেমন রয়েছেন তার খবরা খবর নিতে এবং আগামী দিনে তাদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিতেই এই বৈঠক

 

এদিনের বৈঠকে এনএলএফটির সভাপতি বিশ্বমোহন দেব্বর্মা ছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন বৈরী থমাস ত্রিপুরা, প্রাক্তন বৈরী নেতা সুলারাম রিয়াং সহ সংগঠনের মোট এগারোজন সদস্য।
প্রাক্তন বৈরী নেতা বিশ্বমোহন দেব্বর্মা এদিন বলেছেন, প্রাক্তন বৈরীদের পরিবারকে সাথে নিয়ে আগামীদিনে সামনের দিকে এগিয়ে যেতে এবং তাদের উৎসাহ বাড়াতে এই বৈঠকের আয়োজন। তার এই বক্তব্য আগামীতে অন্য সমিকরনের ঈঙ্গিত নয়তো? উঠছে প্রশ্ন।বৈঠক থেকে গৃহিত হয় তাদের আগামীদিনের বিভিন্ন কর্মসূচী।প্রাক্তন বৈরীদের বৈঠককে ঘিরে এদিন এলাকায় জোরদার করা হয়েছিলো নিরাপত্তা ব্যাবস্থা।