ত্রিপুরা খবর
img

নেশা সামগ্রী সহ আটক চার নেশা কারবারি

আবারো ড্রাগস্ নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল  আর কে পুর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার উদয়পুর গোকুলপুর এগ্রিকালচার চৌমুনিতে  একটি অটো গাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে আর কে পুর থানার পুলিশ।  বৃহস্পতিবার ড্রাগস নেশা সামগ্রী সমেত অভিযান চালিয়ে  চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্তরা হল সনজিৎ নম, বিশাল দাস, আব্দুল মিয়া এবং প্রসেনজিৎ দেবনাথ। তাদের কাছ থেকে  প্রচুর পরিমাণ ড্রাগস্ জাতীয় হিরোইন নেশা সামগ্রী। জানাযায় তাদের বিরুদ্ধে আগেও একবার এনডিপিএস ধারা মামলা হয়েছিল। এবার ও তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা হাতে নিয়েছে আরকেপুর থানার পুলিশ।