
ফের আগরতলা রেল স্টেশন থেকে আটক হয় দুই বাংলাদেশি মহিলা। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, জিআরপি , আরপিএফ, বিএসএফ এবং আরো এজেন্সির যৌথ প্রচেষ্টায় বৃহস্পতিবার আগরতলা রেলস্টেশন থেকে দুই বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে আটক দুই মহিলা বাংলাদেশী জানান তারা অবৈধভাবে ভারতের প্রবেশ করে একজনের নাম নদীয়া আক্তার মিম বাড়ি বাংলাদেশের বরিশাল, অপরজনের নাম রুপালি আক্তার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ । ধৃত দুই মহিলা জানায় তারা আগরতলা হয়ে কলকাতা এবং কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল। জিআরপি থানার ওসি আরো জানিয়েছেন তাদের বিরুদ্ধে বিএন এসএবং ফরেনার এক্ট অনুযায়ী একটি মামলা হাতে নিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি পুলিশ তদন্ত জারি রেখেছে কে বা কারা এবং কেন তাদের সহযোগিতা করছে এবং কেন দফায় দফায় ভারতে অবৈধভাবে বাংলাদেশী প্রবেশ করছে। পুলিশ বিষয়টি খুব গভী রভাবে দেখছে অতি শীঘ্রইপুলিশ বাকিদের ও জালে তুলতে পারে বলে আশা প্রকাশ করছেন।