
Apr 19, 2025
বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণের ফলে আতঙ্কগ্রস্ত ভারত চন্দ্র নগর ব্লক এলাকার চারটি পঞ্চায়েতের সাধারণ জনগণ। এলাকার জনসাধারণ এ ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 80 গজ আবার প্রথম 50 গজেরও কম এলাকার প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ এক দেড় কিলোমিটার বাধ তৈরি করেছে এবং এই বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি। ফলে বর্ষার জলে বানভাসি এবং কৃষিজমি সহ বিলোনিয়া শহরও জলমগ্ন হওয়ার আশঙ্কায় দিন গুনছে।।