
নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল উওরের বাগবাসা থানার পুলিশ! ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিকলে বাগবাসা থানার পুলিশ বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন নাকাতে রুটিন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় বাগবাসা সড়ক ধরে একটি বাইকে চেপে আসে সিপাহীজলা জেলার সোনামুড়া মতিনগরের বাসিন্দা রাসেল মিয়া। তখন কর্তব্যরত পুলিশ তার বিবরণ জানতে চাইলে তার কথাবার্তায় সন্দেহ জাগে।পরবর্তীতে তাকে তল্লাশি চালালে তার পিঠে থাকা একটি ব্যাগ থেকে মোট ছয় হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। বাগবাসা থানার অফিসার ইনচার্জ পার্থ দেব জানান,ধৃত রাসেল মিয়ার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ। শনিবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হবে। পুলিশ আধিকারিক জানান,বাজেয়াপ্ত হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মুল্য আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা হবে।