ত্রিপুরা খবর
img

দুই নাবালিকা ধর্ষণে জড়িত অভিযুক্তদের শাস্তি চেয়ে নারী সমিতির ডেপুটেশন

মোহনপুর মহকুমার অধীন এয়ারপোর্ট এবং লেফুঙ্গা থানা এলাকায় ২৪ ঘন্টার মধ্যে দুটি নাবালিকা ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও দুটি ঘটনাতেই পুলিশের অভিযুক্ত ধর্ষকদের জালে তুলতে সক্ষম হয়েছে। এই দুটি ধর্ষণের ঘটনায় ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে সরব হলো বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।শনিবার এনসিসি পুলিশ মাহাকুমাধীন এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার উত্তম বাল্মিকীর নামে এই ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। অপরদিকে  লেফুঙ্গা থানা এলাকায় অপররেক নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার ধর্ষক আকাশ দেব্বর্মার কঠোর শাস্তির দাবিতে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথের নিকট ডেপুটেশন প্রদান করলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মোহনপুর মহকুমা কমিটি।এই ডেপুটেশন নিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির সম্পাদিকা সবিতা দেব বলেন ধর্ষক গ্রেফতার হলেও দেখা যায় পরবর্তী সময় অল্প সময়ের মধ্যে পুলিশের দুর্বল তদন্তের জন্য তারা  পাড় পেয়ে যায়। সঠিক বিচার হয় না তাই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে  এই ডেপুটেশন।