
শনিবার কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় এক আনন্দঘন পরিবেশে। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ, স্থানীয় জনপ্রতিনিধিরা ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, “আমি বিধায়ক হওয়ার পর থেকেই এই প্রত্যন্ত কল্যাণপুরকে আধুনিক স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার জন্য সচেষ্ট রয়েছি। দীর্ঘদিনের চেষ্টার ফলস্বরূপ আজ এই আধুনিক এক্স-রে মেশিন চালু করা সম্ভব হয়েছে। এটি শুধুমাত্র কল্যাণপুর নয়, পার্শ্ববর্তী এলাকার মানুষকেও উপকৃত করবে। চিকিৎসার জন্য আগের মতো দূরে যেতে হবে না। এটা আমার স্বপ্নপূরণের এক ধাপ। কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক এক্স-রে মেশিন বসানোর জন্য সহযোগিতা করায় বিধায়ক রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, “খোয়াই জেলা হাসপাতালেও এখনো এই ধরনের অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়নি। কল্যাণপুরে এটি বসানো বিধায়কের সরাসরি প্রচেষ্টার ফল। এই মেশিনের মাধ্যমে রোগ নির্ণয় আরও নির্ভুল ও দ্রুত সম্ভব হবে, যা চিকিৎসার গতি ও মান দুই-ই বাড়াবে। স্থানীয় মানুষের মধ্যে এই উন্নয়নকে ঘিরে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ দেখা গেছে। অনেকেই বলেন, এতদিন কল্যাণপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ছাড়া বিশেষ সুবিধা ছিল না। কিন্তু বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলে এলাকার মানুষ সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা পেতে শুরু করেছেন। অনুষ্ঠান শেষে এক্স-রে মেশিনটি প্রতীকীভাবে চালু করা হয় এবং উপস্থিত জনতার সামনে তার কার্যকারিতা প্রদর্শন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আগামী সপ্তাহ থেকে সাধারণ রোগীদের জন্য পূর্ণমাত্রায় এক্স-রে সেবা চালু হবে।