
ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় বাড়ির জায়গা দখল নিতে আসলো ব্যাংক।ঘটনা বিশ্রামগঞ্জ ননজলা এলাকায় ইসমাইল মিয়া এবং রূপ মিয়ার বাড়িতে।তারা উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড থেকে পাঁচ গন্ডা জায়গা দিয়ে ১৫ লক্ষ টাকা নিয়েছিল ২০২১ সালে। ঋণ পরিশোধ না করায় ব্যাংক পুলিশ এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট সৌরদ্বীপ দেবনাথ শনিবার দুপুরে এসে হাজির হয় তাদের বাড়িতে। তখন বাড়ির একাংশ সদস্যদের আক্রোশের মুখে পড়েন ডিসিএম সহ পুলিশ প্রশাসন। প্রশাসনের তাদের বাড়ি ক্রোক করতে গেলে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন বাড়ির অন্যান্য সদস্যরা। পরবর্তী সময়ে প্রশাসন তাদের বাড়িতে জায়গা করে নোটিশ টাঙিয়ে দেন। ব্যাংক থেকে ১৫ লক্ষ টাকা ঋণ নিয়ে বিভিন্নভাবে তালবাহানা করেছেন ইসমাইল মিয়া সহ রুপ মিয়া।