ত্রিপুরা খবর
img

তল্লাশি চালান চেন্নাইয়ের পুলিশ

চেন্নাইয়ে কাজ করতে গিয়ে চুরির মামলায় চড়িলামের উত্তর মুরা বিটন মিঞার বাড়িতে শুক্রবার রাতে হঠাৎ  করে বিশালগড় পুলিশের সঙ্গে চেন্নাইয়ের পুলিশ অভিযানে আসে। তখন বাড়িতে কেউ ছিল না। তবে তল্লাশি অভিযানে স্বর্ণালংকার বা টাকা পয়সা কোনকিছুই হাতে লাগেনি চেন্নাই পুলিশের। গত ১৪ এপ্রিল ব্রিটন মিয়া এবং লিটন মিয়া নামে দুজনকে চুরির দায়ে চেন্নাইয়ের পুলিশ আটক করে নিয়ে যান।