
গাজা উদ্ধারে সাফল্য পেল সুনামড়া থানার পুলিশ ।শুক্রবার গোপন খবরের ভিত্তিতে সুনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে ,পুলিশ ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টরস প্রবীর কুমার সাহা, থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ অন্যান্য পুলিশ কর্মীরা মিলে গোপন সংবাদের ভিত্তিতে সুনামুরা থানার অন্তর্গত কমলনগর আনন্দপুর গ্রামের মঞ্জিল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির উঠোনে মধ্যে গর্ত করে রাখা দুটো জায়গা থেকে সাতটি গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করে। এ ড্রাম গুলোতে ৩২৫ কেজি গাঁজা ছিল ।যার বাজার মূল্য প্রায় ১১ থেকে ১২ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ মঞ্জিল হোসেনকে গ্রেপ্তার করে এনডিপিএস ধারায় মামলা নিয়ে কোর্টে পাঠানো ব্যবস্থা করেন । মঞ্জিল হোসেন আরো অন্য জায়গায় ও এভাবে গাঁজা লুকিয়ে রাখতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা করা হচ্ছে।