ত্রিপুরা খবর
img

কুখ্যাত ড্রাগ ব্যবসায়ি পুলিশের জালে।

বৃহস্পতিবার ভেলুয়ারচর দয়ালপাড়া জনজাতির উদ্যোগে ড্রাগ ব্যবসায়ী রিপন মিয়াকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ নিজ বাড়ি থেকে আটক করে কলম চৌরা থানার পুলিশ।
দয়ালপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা মাদক ব্যবসার বিরুদ্ধে অবশেষে সোচ্চার হলেন জনজাতি সম্প্রদায়ের বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ কলমচৌড়া থানায় অভিযোগ করে তারা জানায় যে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য মজুত রয়েছে।পুলিশ দ্রুত রিপন মিয়ার বাড়িতে হানা দিয়ে সেখানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করে। ঘটনার সময় এলাকাবাসী, বিশেষ করে মহিলারা ও তরুণ যুবসমাজ, অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে এবং পুলিশের উপস্থিতিতেই রিপন মিয়াকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে।পুলিশ এবং ঘটনাস্থলে উপস্থিত TSR-এর সদস্যরা কোনোভাবে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে সক্ষম হয়। তবে এতেও পরিস্থিতি শান্ত হয়নি। রিপন মিয়াকে থানায় নিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলার চেষ্টা করে। তারা ঘরবাড়ি ভাঙচুর করতে উদ্যত হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে বিশালঘর মহকুমার পুলিশ আধিকারিক দুলাল দত্ত দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেন, যার ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।এই ঘটনার মাধ্যমে দয়ালপাড়া এলাকার সাধারণ মানুষ বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের সাহসিকতা ও সচেতনতা নতুন উদাহরণ স্থাপন করেছে। এলাকাবাসীর দাবি, রিপন মিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এমন সমস্ত মাদক চক্রের সমূলে বিনাশ করা হোক। এতে দেশের যুবসমাজ এবং সমাজব্যবস্থা সুস্থ ও স্বাভাবিক  হবে।