ত্রিপুরা খবর
img

প্রতিমন্ত্রী বি এল বার্মার বৈঠক সাংবাদিকদের সাথে

বুধবার সন্ধ্যায় বিলোনিয়া সার্কিট হাউজে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী বি এল বার্মা মিলিত হন সাংবাদিকদের সাথে, বুধবার তিনি দিল্লি থেকে বিমানযোগে আগরতলা হয়ে বিলোনিয়াতে আসেন, বিলোনিয়াতে এসে তিনি প্রথমে যান সখী ওয়ান স্টপ সেন্টারে, সেখান থেকে ভারতচন্দ্র নগর ব্লক অন্তর্গত অমৃত সরোবর, এরপর বিলোনিয়া সাতমুরা এলাকায় ১০ নং ন্যায্য মূল্যের দোকান,  উত্তর সারা সীমা উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন, এবং সন্ধ্যা সাড়ে সাতটায় সাংবাদিকের সাথে মিলিত হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় খাদ্য জনসংবরণ, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বি এল বর্মা।